31 C
Dhaka
Saturday, April 12, 2025

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালেন এনটিআরসিএ’র সচিব

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কোন সময় প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব আরও বলেন, ‘বিজ্ঞপ্তি এক সময় না এক সময় প্রকাশ হবে। সেজন্য আমরা কাজ করছি। ১৮তম নিবন্ধনের ভাইভার মাঝামাঝি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এই সময় সম্ভব না হলে ভাইভার শেষ দিকে গিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

জানা গেছে, ‘নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এ বিষয়গুলো এখনো চূড়ান্ত করা হয়নি। সেজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ