20 C
Dhaka
Monday, November 25, 2024

১৩তম গ্রেডে বেতন পেতে পারেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো ১৩তম গ্রেডে বেতন পাবেন। মাদরাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মাদরাসা অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগির এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মাদরাসা অধিদপ্তরের কর্মমকর্ততারা জানান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জনবল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেডে রাখার প্রস্তাবনাও রয়েছে। তা অনুমোদন হলে সংযুক্ত ইবতেদায়ির শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাবেন।বিজ্ঞাপন

জানা গেছে, বর্তমানে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা ১৬তম গ্রেডে বেতন পাচ্ছেন। প্রারম্ভিক স্কেল ৯৩০০ টাকা এবং ঈদ বোনাস ২৩২৫ টাকা পান। ১৩তম গ্রেডে উন্নীত হলে তারা ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ