28 C
Dhaka
Saturday, November 23, 2024

স্থবির তেজগাঁও-সাত রাস্তা- হাতিরঝিল, ভোগান্তি চরমে

সাতরাস্তায় ভূমি ভবনের সামনে যানজট
রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। ফলে তেজগাঁও-সাত রাস্তা ও হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার সকাল থেকেই ওই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেন।

ঢাকার নতুন জেলা প্রশাসক তানভীর আহমেদ
এতে ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় পুরোটাই যানজটে স্থবির হয়ে আছে।

এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফা হলো-

কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।

২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে।

উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

বিক্ষোভকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি আল ইমরান বলেন, আমরা যেহেতু উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমাদেরকে ইন্সট্রাকটর পদে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হোক। অথচ তারা (বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টর) টেকনিক্যাল বিষয় কিছু জানে না। তারা এ বিষয়ে শিক্ষিতই না। এসব ক্রাফট ইন্সট্রাকটরদের আমরা ইন্সটিটিউটে রাখতে পারি না।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ