26 C
Dhaka
Tuesday, April 22, 2025

সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি পাঁচশো গ্রাম বলে বিজিবি থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্প থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। একপর্যায়ে বিজিবি সদস্যদের তাড়া খেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে কারবারিরা পালিয়ে যায়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ