23 C
Dhaka
Friday, April 11, 2025

সাবেক মন্ত্রী-এমপিরা কীভাবে দেশের সীমানা পাড়ি দিলেন জানে না বিজিবি

সাবেক মন্ত্রী-এমপিরা অবৈধভাবে কীভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নিজেও। তবে, অর্থের বিনিময়ে দালালেরা অভিযুক্তদের সাহায্য করে থাকতে পারে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবির সদর দপ্তরে এমন মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কা থাকলেও বিশৃঙ্খলা এড়াতে বিজিবি সদস্যরা প্রস্তুত থাকবে বলে জানান বিজিবি মহাপরিচালক।

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, গতবারের তুলনায় এবার কিছু পূজামণ্ডপ কম হলেও নিরাপত্তা জোরদার থাকবে।

পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অপ্রীতিকর ঘটনাগুলোকে প্রতিহত করতে বিজিবি কাজ করছে। এরইমধ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ