সম্প্রতি রাঙ্গামাটির কাপ্তাই বাজারের দোকানে ঝোলানো একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টারটিতে লেখা হয়েছে, প্রিয় এসএসসি ব্যাচ ২৪ এর সকল শিক্ষার্থীদের জন্য সকল প্রকার বিড়িতে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। ভাইরাল হওয়া এই পোস্টারটি নিয়ে মুখ খুলেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
এক ফেসবুক স্ট্যাটাসে এই ইসলামি আলোচক লিখেছেন, সমাজের হৃৎপিণ্ডে কতটা পচন ধরলে এমন অফারও দেখতে পাওয়া যায়! কোনো দোকানী এমন অফার দিচ্ছে মানেই হলো এর গ্রাহক আছে। একটি প্রজন্ম আমাদের অজান্তে এভাবেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
তিনি আরো লেখেন, দুদিন আগে রাঙ্গামাটির কাপ্তাই বাজার থেকে দৃশ্যটা আমার চোখে পড়ে। ছবি তোলা দেখে দোকানদার অবশ্য তড়িঘড়ি করে পোস্টারটা ছিঁড়ে ফেলতে উদ্যত হয়। কিন্তু অবক্ষয়ের যে পোস্টার আমাদের তরুণ প্রজন্মের হৃৎপিণ্ডে সেঁটে গেছে, তার যদি অপসারণ না হয়, কাগজের ক্ষয়িষ্ণু পোস্টার সরানোতে কী বা এসে যায়।