আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে অন্যদেরও এতে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন মাসউদ।
জানা গেছে, আব্দুল হান্নান মাসউদের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়াতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷
ফেসবুক পোস্টে মাসউদ বলেছেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত ১২টা থেকে।
ওনারা ঘুমাবে, আর আওয়ামীলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে।
যারা সঙ্গ দিবেন, আসতে পারেন।’
এদিকে মাসউদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন আরেক সমন্বয়ক রিফাত রশিদও।
ফেসবুকের এক পোস্টে রিফাত জানিয়েছে, ‘সাভারের মাটিতে ভূমিদস্যু সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামিলীগ নেতা রাজিব এখনো কিভাবে জুলাইয়ের সূর্যসন্তানদের উপর হামলা চালায়? ১০-১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। হান্নান মাসুদ ভাইয়ের গ্রামের বাড়ি হাতিয়াতেও আজ গুলি চালিয়েছে আওয়ামিলীগ। ইন্টিরিমের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আর আমার ভাই আব্দুল হান্নান মাসউদ যাচ্ছি আপনার বাসার সামনে। আমরা দুই ভাই একসাথে দাঁড়াইলে কি করতে পারি সেইটা জুলাইতে হাসিনা খুব ভালোভাবেই দেখেছে।’