24 C
Dhaka
Saturday, February 22, 2025

সমন্বয়কদের শশুর বাড়িরও খোঁজ নিচ্ছেন শেখ হাসিনা!

সম্প্রতি বিশিষ্ট আলোচক ডা. জায়েদ উর রহমান একটি বেসরকারী টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,তাকে (শেখ হাসিনাকে) তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল। তার বিচার করব।

হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, সে হুমকি দিচ্ছে খুব ফান করে, উনি এত সব ফান করেন ওই গ্রুপের সাথে বসেছে , সমন্বয়দেরতো দেখে নিবেন, ওরা এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুরবাড়ির খবর নিতে হবে।

খুব অবাক হয়েছি মাসুদ ভাই উল্লেখ করে তিনি আরো বলেন, আশা করছেন শেখ হাসিনা মাফ চাইতে পারেন আকারে ইঙ্গিতে। শেখ হাসিনা ২০১৪ পর রাজনীতি করেছে।তার একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল। আমি ওনাকে থেকে ফ্যাস্টিট বলি না।ফ্যাসিস্টদের একটা রাজনীতি থাকে। তিনি আউট অ্যান্ড আউট ক্রিমিনাল গ্যাং।

ওনি ওনার বক্তৃতা বলেছেন, যারা এ সব করছে তারা ফ্যাসিস্ট। আমি ফ্যাসিস্ট না । আমি বলছি আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলে ফ্যাসিস্ট না আপনি মাফিয়া। ওনি ক্ষমতায় থাকতে থাকতে এমন একটা ইল্যুশনে ভোগছেন যে, তিনি মনে করেন তিনি গড এর কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন।

ওনি যতগুলো স্পিচ দিচ্ছেন আমি কিন্তু খুব আনন্দ নিয়ে আমার এই পুরোটা এই কয়েকদিন আগে আবার একটা সো কলড অনলাইন গ্রুপের সাথে বসে কথা বলেছেন৷ তাঁর আগে যেখানে যেখানে বলেছেন, আমাদের দুর্দান্ত বিনোদন মনে হয়৷ আমি খুব উপভোগ করি৷ আরেকটা কারণ উপভোগ করি,একজন এই বীভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব মানে আমরা উভয়েই খুঁজে পাই। এটা এক ধরনের আদিম আনন্দ। আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধপরায়ণতা আছে।

আমি তাঁকে এই পরিস্থিতিতে দেখছি যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে। আজকে তিনি একটা তৃতীয় শ্রেণির কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ করে বসে কনভারসেশন পার্টিসিপেট করে অত্যন্ত নোংরা ধরণের মানুষজন। যাঁদের এই ধরনের পরিচিতি আছে।সো আমি খুব আনন্দ নিয়ে শুনি!

৩২ নম্বরের ঝুঁকি নিয়ে ওনি যা বলেছেন আগেও বলেছেন, নতুন করে আর কিছু যোগ করেন নাই। ওনার কাছ থেকে কিছু আশা করার কিছু নেই। বরং ওনি নতুন আরেকটা এক সময় যে সব ব্যবহার করতেন এখন নতুন করে আর একটা অজুহাত করেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ