সাতক্ষীরার তালা ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে এসব অভিযোগ জানিয়ে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা উপবৃত্তির টাকা পাওয়ার কথা থাকলেও অধ্যক্ষ প্রতারণার মাধ্যমে তাদের উপবৃত্তির সিম নিজের কাছে রেখে টাকা আত্মসাৎ করেছেন। শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষার ফরম ফিলাপের জন্য ফেরত দেওয়া টাকা শিক্ষার্থীদের না দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি এক শিক্ষার্থীকে অধ্যক্ষ ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন সময় মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা তালা ফাজিল মাদরাসার গভার্নিং বডির কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে তাকে কারণ দর্শনোর নোটিশ দিয়ে ছিলেন মাদরাসা কমিটির তৎকালীন সভাপতি সরদার জাকির হোসেন।
এ ঘটনার সত্যতা পেয়ে মাদরাসা পরিচালনা কমিটি অভিযুক্ত অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করে। তবে, অধ্যক্ষ পুনরায় বহালের জন্য আবেদন করেছেন। অভিযুক্ত অধ্যক্ষ আবুল ফজলের দাবি তার সাময়িক বহিষ্কার অবৈধভাবে করা হয়েছে। অধ্যক্ষের আবেদনে এ ঘটনায় আবারও তদন্ত শুরু হয়েছে।