সব শিক্ষক-কর্মচারীর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা আবশ্যক বলে জানিয়েছে অধিদপ্তর। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির কোনো নজরদারি না থাকায় অধ্যক্ষ ও শিক্ষকেরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না। এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত পাঠদান, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। তাই এবার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সব শিক্ষক-কর্মচারীর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা আবশ্যক বলে জানিয়েছে অধিদপ্তর। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এমন নির্দেশনা জারি করে গত রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে সব অধ্যক্ষকে চিঠি দেয়া হয়েছে।
শিক্ষা অধিদপ্তর জানায়, বিষয়টি তদারকির জন্য পরিচালকের দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করবেন।
জানা যায়, শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের কার্যকর ও দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি। দৈনন্দিন শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষকদের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠানপ্রধানের নিয়মিত উপস্থিতি অপরিহার্য।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।