38 C
Dhaka
Saturday, May 10, 2025

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

তার বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুল্লাহিল কাফী, বিপি-৮৫১১১৪২৫২১ অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা (সুপার নিউমারির পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), সাবেক পুলিশ অফিসার ধানমন্ডি থানা, ডিএমপি ঢাকা হাজারীবাগ থানায় রুজুকৃত মামলা নং-১১, তারিখ ৩০/০৮/২৪ খ্রি. ধারা-৩২৫/৩৮৬/৩৬৪/৩৪৬(১)/৫০৬/৩৪ পেনাল কোড এর ৫ নং এজহারনামীয় আসামি এবং বর্ণিত কর্মকর্তা ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছেন।

এতে বলা হয়, সেহেতু, মো. আব্দুল্লাহিল কাফীকে বিএসআর, পার্ট-১ এর বিধি-৭৩ নোট-১ ও নোট-২ অনুযায়ী ০৩/০৯/২৪ তারিখ থেকে সরাসরি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ