দেশের সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে।
তিন মাস কাজ নেই, আমাদেরও ক্ষুধা আছেতিন মাস কাজ নেই, আমাদেরও ক্ষুধা আছে
মতবিনিময়সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে না বলে একাধিক সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ সরকার দেড় দশকেরও বেশি সময় ধরে শাসনকালে ব্যাপক স্বৈরাচারী কর্মকাণ্ড করেছে। বহু মানুষ তাদের হাতে নির্যাতন, বৈষম্যের শিকার হয়েছেন। ওই সময়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগসহ সকল ক্ষেত্রে তৈরি হয়েছে চরম অরাজকতা-বিশৃঙ্খলা।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে নানা উদ্যোগ নিয়েছে, যেখানে আওয়ামী লীগকে রাখার কোনো সুযোগ নেই।
এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। ফলে শনিবারের ওই বৈঠকে দলটির কোনো নেতা থাকবেন না।
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়সভায় রাষ্ট্রের সংস্কার, অর্থনৈতিক অবস্থাসহ দেশের সার্বিক পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা, জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য বিষয় আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে বিভিন্ন সময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, বিশিষ্ট নাগরিক, কূটনৈতিক প্রতিনিধিসহ অন্যান্য সংগঠনের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তিন দিন বাদে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগকে বাদ রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক দল এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।