27 C
Dhaka
Saturday, April 19, 2025

যে খুশির সংবাদ দিলেন পিনাকী!

অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন তার ফেসবুক আইডিতে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, মনে আছে রামপুরায় ছাদে ঝুলে লুকিয়ে ছিল একজন ছাত্র। ওপর থেকে গুলি করেছিল পুলিশ। সেই পুলিশের এসআই চঞ্চল সরকারকে ধাওয়া করে ধরা হয়েছে খাগড়াছড়িতে।

এর আগে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ১০-২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন। পিনাকী ভট্টাচার্য তার স্ট্যাটাসে লেখেন, ‘১০-২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই। আমাদের সমর্থন থাকবে।

পিনাকী ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সাড়া ফেলে দেয় অনলাইনে। পোস্টটি বিপুলসংখ্যক মানুষ শেয়ার করেছে এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ