30 C
Dhaka
Sunday, May 11, 2025

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কু‌পি‌য়ে খুন করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে।

এছাড়াও একই ঘটনায় সিরাজ চৌকিদার নামে আক্তার মেম্বারের অনুসারী আরও একজন নিহত হয়েছেন। নিহত সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এসময় উভয়পক্ষের ২০-৩০ আহত হয়েছেন। অর্ধশতাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকায় এখনো থমথমে বিরাজ করছে।

স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে ঘটনাস্থলে একাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ঘটনাস্থলে মারা গেছে। উভয়পক্ষের ২০-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার ও তার ছেলেসহ তিনজন নিহত হয়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ