মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। গতকাল গণমাধ্যমকে এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা সরকারের কথা।
এটার জন্য অপেক্ষা করতে হবে। আমার মনে হয়, আমরা কারো কথায়, গুজবে কান না দিয়ে অর্থ উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য।’ এর আগে গত ৯ জানুয়ারি সচিবালয়ে মোখলেস উর রহমান গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।