কাল থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। একদিন আগে এই লড়াই নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগের দিন বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।
পাকিস্তানকে ধবলধোলাই করে আসা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। কিন্তু পরক্ষণেই মনে করিয়ে দিয়েছেন, এবার কিন্তু প্রতিপক্ষ ভারত। এদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনও একই সুরে বলেছেন, “এটা নতুন সিরিজ।” বারবার ‘নতুন সিরিজ’ কথাটি আসার কারণ সম্ভবত বাংলাদেশ দলের পাকিস্তানকে হারানোর পর সৃষ্ট অপ্রত্যাশিত আত্মবিশ্বাস।
সিরিজ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্ন ছিল মূলত পাকিস্তান সিরিজ ঘিরে। রাওয়ালপিন্ডির সেই টেস্টে ৬ উইকেট হারানো বাংলাদেশ যে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেটিই এখন দলটির প্রধান শক্তি হয়ে উঠেছে। বাংলাদেশ এখন যেকোনো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে, এমনই আশা দলের ভেতর থেকে উঠে আসছে। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাজমুল হোসেন পরিষ্কার করলেন, “ফল নিয়ে ভাবছি না, আমাদের প্রক্রিয়াটি ঠিক রাখতে হবে।”
ভারত যে একটি কঠিন প্রতিপক্ষ, তা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “ভারতের মাঠে টেস্ট জেতা সবসময়ই কঠিন। তবে আমরা প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছি না, নিজেদের খেলা নিয়েই ভাবছি। আমাদের দলটার সামর্থ্য আছে ভালো ক্রিকেট খেলার, এবং আমরা জেতার জন্য মাঠে নামব।”
ভারতে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে। নাজমুল মনে করেন, যদি এই সিরিজে বাংলাদেশ ভালো করতে পারে, তবে ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার সুযোগ আসবে। “এটা অনেক বড় সুযোগ,” বলেন তিনি, “এখানে ভালো খেলতে পারলে অন্য দলগুলো আমাদের সঙ্গে আরও বেশি সিরিজ খেলতে আগ্রহী হবে।”
বাংলাদেশের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী নাজমুল বলেন, “যে পাঁচ–ছয়জন বোলার আছে, তারা সবাই ভালো জায়গায় বল করতে সক্ষম। ফল নিয়ে চিন্তা করছি না, প্রক্রিয়া ঠিক রাখাই গুরুত্বপূর্ণ।”
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট নিয়ে নাজমুলের ধারণা, এটি একটি ভালো উইকেট হবে। পেস বা স্পিনের দিকে বিশেষভাবে নজর না দিয়ে তিনি বলেছেন, “আমরা কন্ডিশন নিয়ে চিন্তা করছি না। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেললেই ম্যাচটা ভালো হবে।”
এক সময় বাংলাদেশ দলকে আবেগপ্রবণ বলা হতো। তবে নাজমুল বলছেন, দলটি এখন আরও পরিণত। “আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। হার-জিত নিয়ে ভাবি না, শতভাগ দিতে চাই,” বলেন বাংলাদেশ অধিনায়ক।