21 C
Dhaka
Monday, November 25, 2024

ভাঙচুর শেষে আরশেদ পাগলার মাজারে অগ্নিসংযোগ

ভাঙচুর শেষে আরশেদ পাগলার মাজারে অগ্নিসংযোগ
আরশেদ পাগলার মাজার নামে পরিচিত একটি মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে স্থানীয় তৌহিদী জনতা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের শফিকাজীর মোড়ের আরশেদ পাগলার মাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের শফিকাজীর মোড়ের আরশেদ পাগলার মাজারে দীর্ঘদিন যাবত আশেকান ভক্তরা পীর দাবি করা আরশেদকে সেজদা দিয়ে আসছিল।

আরশেদকে সেজদা দেওয়ার কারণে দীর্ঘদিন যাবত ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ থেকে আজ শুক্রবার জুমা নামাজের পর বিক্ষুব্ধ তৌহিদী জনতা আরশেদ পাগলার মাজারে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আরশেদ পাগলার মাজারে তৌহিদী জনতা হামলা চালিয়ে ভাঙচুর করছে। এরপর মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ