29 C
Dhaka
Saturday, April 19, 2025

‘বেতন ছাড়া’ চাকরি টিকিয়ে রাখতে ৮ হাজার ঘুষ দাবি!

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে কর্মবিরতি পালন করছে মেডিকেলের অস্থায়ী কর্মীরা। ফলে মালদহ মেডিকেলে চলছে অচলাবস্থা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, দেড় মাস হলো তারা বেতন পান না। এর মধ্যে যে নতুন কোম্পানির আন্ডারে কাজ করার কথা বলা হচ্ছে সেখানেও ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলা জানিয়েছে, কাজে যোগ দিতে গেলে দিতে হচ্ছে সাড়ে আট হাজার রুপি, যা নিয়ম বর্হিভূত বলে দাবি অস্থায়ী কর্মীদের। আরজি কর কাণ্ডের মধ্যে এ নিয়েই শোরগোল হাসপাতালে।

আন্দোলনকারী সুমন দাস বলেন, ‘আমরা কাজ করছি, কিন্তু আমাদের কাজের অস্তিত্ব নেই। বেতন নেই। আগে একটা কোম্পানি আমাদের কাজ করাচ্ছিল। ৩১ তারিখে তারা চলে গেছে।

এখন নতুন কোম্পানি এসে আমাদের থেকে সাড়ে আট হাজার করে ঘুষ চাইছে। কেন দেব এই টাকা? কিন্তু ওরা বলছে যে বা যারা টাকা দেবে না তারা কাজ করতে পারবে না। সে কারণেই আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।’

কর্মবিরতি পালন করছে মেডিকেলের অস্থায়ী কর্মীরা
কর্মবিরতি পালন করছে মেডিকেলের অস্থায়ী কর্মীরা
মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলছেন, ‘আমরা ওদের সঙ্গে কথা বলছি।

বোঝানোর চেষ্টা করছি। ওদের বেতন নিয়ে কিছু সমস্যা আছে। স্বাস্থ্য ভবনে জানানো হবে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’

তবে ঘুষ চাওয়ার প্রসঙ্গ নিয়ে তিনি বিশেষ কিছু বলতে চাননি। বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমি বেশি কিছু জানি না এটা নিয়ে।’

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ