20 C
Dhaka
Sunday, February 23, 2025

বিয়ের মণ্ডপে পুরোহিতের প্রেমে পড়লেন নববধূ, অতঃপর…

বিয়েতে নানা কাণ্ড ঘটে। কখনো বরের সামনে উদ্দাম নেচে নজর কাড়েন বধূ, আবার কখনও বিয়ের মঞ্চে অন্য পুরুষকে মালা পরিয়ে দেন কনে। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও নজর কেড়েছে সামাজিকমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিয়ের মণ্ডপে নববধূর সাজে হাজির কনে।

পাশে রয়েছেন বরও। মন্ত্র পড়ছেন পুরোহিত। বিয়ের মন্ত্র পড়া চললেও কনের নজর আটকে রয়েছে পুরোহিতের দিকে। কনেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে যান তরুণ পুরোহিতও।

বিয়ে দিতে এসে নিজেই কনের নজরে পড়ে যান পুরোহিত। ভিডিওর শেষে দেখা যায়, পুরোহিত অপ্রস্তুত হয়ে হাসতে শুরু করেছেন। পুরো ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

ভিডিওটি ‘ওয়ে জেপি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ভিডিওর মন্তব্যে একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘পণ্ডিতের মনোযোগ অন্যদিকে সরানো হয়েছে।’ আর একজন লিখেছেন, ‘পুরোহিত নববধূর স্বামীর চেয়েও সুদর্শন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ