23 C
Dhaka
Sunday, February 23, 2025

ববি ছাত্রী সাদিয়া সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী হালিমাতুস সাদিয়া ১৭তম ‘বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস’ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী হালিমাতুস সাদিয়া ১৭তম ‘বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস’ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্রী। প্রথমবার অংশগ্রহণে সাদিয়ার এ সাফল্যে খুশি তার সহপাঠীসহ শিক্ষকরা।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ প্রথমবারের মতো নিজের বিশ্ববিদ্যালয়কে গর্ব করার মতো ফলাফল এনে দিয়েছেন সাদিয়া।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

জানা গেছে, সাদিয়া তার একাডেমিক জীবনেও সবসময় সফলতার মুখ দেখেছেন। তার স্নাতক এবং স্নাতকোত্তরের ফল প্রথম শ্রেণিতে প্রথম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সবার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন তিনি।

হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই পথচলায় মা, বাবা, ভাইসহ আমার শিক্ষক ও সহপাঠীদের সমর্থন ও ভালোবাসা ছিলে অপরিসীম। সবার কাছে আমি কৃতজ্ঞ!

সবার কাছে দোয়া প্রত্যাশা করে তিনি আরো বলেন, আমি যেনে জীবনের শেষদিন পর্যন্ত আমার ওপর ন্যস্ত দায়িত্ব সৎ, নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে পারি।

সাদিয়ার শিক্ষক আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জানান, শিক্ষার্থী হিসেবে সাদিয়া ছিল তুখোড় মেধাবী। তার পুরো একাডেমিক জীবনটাই সফলতায় ভরা। পুরো বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার তার সাফল্যে আনন্দিত! সাদিয়ার পরবর্তী জীবনের জন্য শুভকামনা!

সাদিয়ার সহপাঠী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সহপাঠী হিসেবে তার মেধা ও প্রজ্ঞার সঙ্গে আমরা পরিচিত। তার এমন রেজাল্ট অনুমেয় ছিল। এই ফলাফলে আমরা সবাই আনন্দিত এবং অনুপ্রাণিত! তার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় সারাদেশে সুপরিচিত হবে।

এছাড়াও সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র সুব্রত পোদ্দার (মেধাক্রম ৪৭তম) এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র নূরে নিশাত (মেধাক্রম ৫২তম)।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ