27 C
Dhaka
Monday, March 31, 2025

বন্ধুর আমন্ত্রণে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঘনিষ্ঠ বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৪ অক্টোবর বাংলাদেশে আসছেন। তবে তার এই সফর হবে খুবই সংক্ষিপ্ত। ‘আড়াই ঘণ্টার মতো’ তিনি ঢাকায় অবস্থান করবেন। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে বিদেশি কোনো প্রধানমন্ত্রীর ঢাকা সফর।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশে আসবেন।

গেলো আগস্টে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ