33 C
Dhaka
Sunday, April 20, 2025

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এটি চালু রাখতে প্রতিদিন দুই হাজার ৩০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়।

বড়পুকুরিয়ার তিনটি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর বন্ধ হয়ে যায়। আর গেল মাসে তৃতীয় ইউনিট বন্ধ হওয়ায় বিদ্যুৎবিভ্রাট বেড়ে যায়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর তিনদিন পুরোপুরি বন্ধ থাকার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট আংশিকভাবে উৎপাদনে এসেছে। ১ নম্বর ইউনিট চালুর তিনদিন পরেই তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট কমবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ