জনপ্রিয় কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিম আর নেই। নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক অ্যাপার্টমেন্টে থাকতেন সং জে। সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তবে ৩৯ বছর বয়সী এ তারকাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন- নিশ্চিত নয় দেশটির পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে পুলিশের কাছে তার মৃত্যুর খবর যায়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফ্ল্যাটের ভেতর তার দেহ পড়ে থাকতে দেখা যায়। তবে কে প্রথম অভিনেতার মরদেহ দেখতে পেয়েছেন- এখনো জানা যায়নি।
এরইমধ্যে পুলিশ নেমেছে সং জের মৃত্যুর তদন্তে। অনুরাগীরাও মানতে পারছেন না। তবে শোনা গেছে, মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেতা কেন আত্মহত্যা করবেন- ভেবে পাচ্ছেন না কেউ।
মিডিয়ায় সং জের পথচলা শুরু অল্প বয়সে। শুরুটা হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান। জনপ্রিয়তা পেতে খুব একটা সময় লাগেনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’উল্লেখযোগ্য।