বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএফপি-তে সংবাদ প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ।
তিনি বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এর জন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে।