24 C
Dhaka
Friday, April 18, 2025

প্রথম সন্তানের বাবা হলেন মুস্তাফিজ

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।

আজ (বুধবার) ফেসবুক পেজে এক পোস্টে নিজেই জানালেন সুখবরটা। ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন বলেও জানালেন। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার।

প্রসঙ্গত, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ