28 C
Dhaka
Monday, April 21, 2025

প্রতিমা বিসর্জন দি‌তে গি‌য়ে দুই নৌকার সংঘর্ষে শিশু নিহত

টাঙ্গাইলের কালিহাতী‌তে প্রতিমা বিসর্জন দি‌তে গি‌য়ে ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে অপু পাল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকে‌লে দেবী দুর্গাকে বিসর্জন দি‌তে গি‌য়ে উপ‌জেলার পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত অপু পাল উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে নদীতে নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকেল ৪টার দিকে নৌকার স্পিড বেশি থাকায় দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ