ফিলিপাইনের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঝড় ম্যান-ই সুপার টাইফুনে পরিণত হয়েছে।শনিবার ম্যানিলা থেকে এএফপি এখবর জানায়।
দেশটির আবহাওয়া অফিস ঝড়টি “উল্লেখযোগ্য থেকে গুরুতর প্রভাব” ফেলতে পারে এবং “জীবনের জন্য হুমকিস্বরূপ” বলে সতর্কতা জারি করেছে।
ক্যাটানডুয়ানেস দ্বীপের আশেপাশের এলাকায় সমুদ্রের পানির উচ্চতা ১৪-মিটার (৪৬-ফুট) পর্যন্ত হতে পারে বলে।
সুপার টাইফুন ম্যান-ই রোববারের প্রথম দিকে স্থলনিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।