28 C
Dhaka
Sunday, March 16, 2025

নয়াপল্টনে শহীদ যুবদল কর্মী নয়নের জানাজা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ যুবদল কর্মী নয়ন মিয়ার জানাজা নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর কাঠালবাগান এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ৪৮ দিন থাকার পর ২০ সেপ্টেম্বর সকালে শাহাদাত বরণ করেন নয়ন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়।

শহীদ যুবদল কর্মী নয়ন মিয়ার মাগফেরাত কামনা করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্যদিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্যা ছাত্রদের হত্যা করেছে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে নয়ন মিয়ার প্রাণ গেছে। আমাদের অনেক ভাইয়ের প্রাণ গেছে, রক্ত ঝরেছে। এই রক্ত কখনো বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করেছে।

এসময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই দেশে থাকতে পারেনি ফ্যাসিবাদী হাসিনার কারণে। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিএনপি নেতা কর্মীদেরকে সর্বপ্রথমে গ্রেপ্তার-নির্যাতন করা হয়েছে। তাদের ওপর কারাগারে অমানবিক অত্যাচার-নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ গুম-খুন, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

জানাজায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, সাবেক যুবদল নেতা মোহাম্মদ ফিরোজ আব্দুল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, গিয়াস উদ্দিন মামুন, রুহুল ইসলাম মনি, সুমন দেওয়ান, এস এম জাহাঙ্গীর চায়না, আশরাফুল আলম ফকির লিংকন, মিজানুর রহমান সুমন প্রমুখ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ