27 C
Dhaka
Friday, March 21, 2025

ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ‘ক্রাথন’, আঘাত হানবে যেদিন

ভয়ঙ্কর শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। ধেয়ে আসছে ক্যাটাগরি-৪ হারিকেনের মতো শক্তিশালী এ টাইফুন। প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে আগামীকাল বুধবার ০২ অক্টোবর তাইওয়ানের উপকূল অঞ্চলে তাণ্ডব করার সম্ভাবনা রয়েছে ক্রাথুনের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাইওয়ান কর্তৃপক্ষ গতকাল সোমবার টাইফুন ক্রাথনের সতর্কতা জারি করেছে। এ টাইফুনকে ক্যাটাগরি-৪ হারিকেনের মতো শক্তিশালী উল্লেখ করে বলা হয়েছে, প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে ঘনবসতিপূর্ণ পশ্চিম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ক্রাথন বুধবার বিকেলে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানবে। পরে উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে। ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে, এটি কেন্দ্রের কাছে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা (১২৫ মাইল) এর বেশি বেগে বয়ে যেতে পারে।

সিডব্লিউএ এর আবহাওয়াবিদ জিন হুয়াং বলেছেন, ‘টাইফুনের প্রভাব ক্রমবর্ধমান বড় হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ১৫০ কিলোমিটারের বেশি (৯৩ মাইল প্রতি ঘণ্টা) তীব্র বাতাসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করছি।’

কাওশিউংয়ের মেয়র চেন চি-মাই সাংবাদিকদের বলেছেন, ‘শহরটিকে একটি ধ্বংসাত্মক ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৬৯০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ টাইফুন ক্র্যাথনের পথ কাওশিউংয়ে একটি বড় বিপর্যয় ঘটতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন।’

জানা গেছে, ভয়ংকর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য তাইওয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে এক হাজারের বেশি রাবার বোট এবং ১৫ হাজার সৈন্য তাইওয়ানজুড়ে প্রস্তুত রেখেছেন।

এ প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেছেন, ‘সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যে কোনো সময় সহায়তা করতে প্রস্তুত।’প্রাকৃতিক এ প্রতিকুল পরিবেশের কারণে তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ