33 C
Dhaka
Tuesday, March 18, 2025

দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ, যে বড় সুখবর নারী শ্রমিকদের জন্য

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২০ দিন নির্ধারণের দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। শ্রমিকদের ১৮ দফার মধ্যে ১৮নং দফা ছিলো নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২০ দিন নির্ধারণ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষের যৌথ বৈঠক হয়। এ বৈঠকে ১৮ দফা দাবি মালিকপক্ষ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।

সচিব বলেন, পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এ অসন্তোষ নিরসনে ১৮দফা দাবিতে শ্রমিক-মালিক ঐক্যমতে পৌঁছেছে। বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিকে দমিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে সব ন্যায্য দাবি পূরণ করা হবে।

আর তৈরি পোশাক শিল্পে অসন্তোষ বাদ দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে।

সাবেক শিল্পমন্ত্রী গ্রেপ্তারের পর ছেলে লিখলেন ‘ফি আমানিল্লাহ’ব্রিটিশ এমপির চিঠি, সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ