25.9 C
Dhaka
Monday, July 7, 2025

তিউনিসিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে যেখানে নৌকা দুটি ডুবে গেছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দুটি যাত্রা শুরু করেছিল।

নৌকার সব যাত্রীরা ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। তারা সবাই সাব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

২০২৪ সালে ভূমধ্যসাগরে ২,২০০ জনেরও বেশি লোক মারা গেছে বুধবার ইউনিসেফের এই ঘোষণার পরে এই ঘটনা ঘটল।

অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করেন আফ্রিকান অভিবাসীরা।

গত মাসে, তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপের দিকে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ