28 C
Dhaka
Saturday, February 22, 2025

ড. ইউনূসের টুইটে ইলন মাস্কের জবাব, পেছনের ঘটনা ফাঁস করলেন পিনাকী

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আলাপচারিতা এখন টক অব দ্যা টাউন। ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আসছে কি না, এমন জল্পনা-কল্পনা সবার মাঝে। এই স্টারলিংকের বাংলাদেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেসএক্স, টেসলা ও এক্স–এর মালিক ইলন মাস্কের সঙ্গে কথা বলেন। আর এই তথ্য সবার আগে সামনে আনেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। রাত সাড়ে নয়টার দিকে পিনাকী এই খবর জানানোর পর রাত ১১টার দিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘প্রফেসর ইউনুসের সাথে ইলন মাস্ক আজকে ভার্চুয়াল মিটিং করেছেন। সামনে আসছে নতুন দিন। নতুন সম্পর্ক।’ এরপর ইলন মাস্কের সঙ্গে আলাপচারিতা নিয়ে টুইট করেছিলেন ড. ইউনূস। পরে তা রিটুইট করেন মাস্ক। এবার ইউনূসের সেই টুইট আর মাস্কের রিটুইটের রহস্য জানালেন পিনাকী নিজেই। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রহস্যের খোলাসা করেন তিনি।

পিনাকী লেখেন, ছোট একটা আইডিয়ার কী দারুণ ইম্প্যাক্ট থাকতে পারে তার একটা উদাহরণ দেই। প্রফেসর ইউনূসের টুইট ইলন মাস্ককে দিয়ে রিটুইট করানোর আইডিয়াটা ফ্রান্স ২৪ এর সাংবাদিক আরিফের। তিনি জানতেন মিটিং হচ্ছে।

স্ট্যাটাসে তিনি লেখেন, তাকে খলিল জানিয়েছিলেন অনেক আগেই যখন থেকে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। ইন ফ্যাক্ট তারাই ইলন মাস্কের সঙ্গে একটা মিটিং এর উদ্যোগ নিয়েছিলেন। খলিল বললেন তারা প্রফেসর ইউনুসের সাথে একটা খুব স্ট্রাটেজিক মিটিং করতে চান। বৃহস্পতিবার সকালেই তাকে মিটিং এর কথা জানানো হয় উল্লেখ করে পিনাকি পোস্টে লেখেন, খলিল তাকে বলেছিলেন বাইরের কাউকে না জানাতে, মিটিং শেষ হলে আউটকাম জানাবেন।

পিনাকী লেখেন, মিটিং থেকে বের হয়েই খলিল তাকে জানালেন আর তিনি পরে স্ট্যাটাস দিয়েছিলেন। বাংলাদেশ তার ফেসবুক পোস্ট থেকেই ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের মিটিংয়ের বিষয়টা জানে প্রথম- এমনটা উল্লেখ করেছেন পিনাকী।

এই অনলাইন অ্যাক্টিভিস্ট স্ট্যাটাসে আরও লেখেন, এরপরদিন আরিফ জানান ইলন মাস্ক টুইট করেনি। ইলন মাস্ককে দিয়ে প্রফেসর ইউনুসের টুইট রিটুইট করানো যায় কিনা এমনটা চিন্তা করছিলেন তারা, কারণ এইটাই ভ্যালিডেশন। ইন্ডিয়া ক্যাম্পেইন চালাইতেছে, মিটিংই নাকি হয় নাই।

পোস্টের শেষে তিনি আরও লেখেন, পিনাকীই খলিলকে জানান, ইলন মাস্ককে দিয়ে রিটুইট করানোর আইডিয়া। খলিল টুইটের ড্রাফট করলেন। তিনি আরেকটা বাক্য জুড়তে চাইছিলেন কিন্তু খলিল তাতে দ্বিমত করলেন। জানালেন ইলন মাস্কের টিমকে জানিয়েছেন লিংক দিয়ে রিটুইট করার অনুরোধ জানিয়ে। শনিবার প্যারিসের টাইম সন্ধ্যায় খলিল প্রত্যাশিত রিটুইটের স্ক্রিনশট পাঠালেন। স্মল আইডিয়া, বিগ ইম্প্যাক্ট।

পিনাকী জানান, তারা ইলন মাস্কের সাথে কথা বলার পরিকল্পনা বাদ দেননি। টাইম লাগবে, কাজটা সহজ না, তবে তাদের চেষ্টা অব্যাহত থাকবে আর তাদের আলাপ হবে পলিটিক্যাল।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ