31 C
Dhaka
Thursday, May 8, 2025

ড. ইউনূসকে জঙ্গী নেতা বানাতে চায় ভারত! প্রেস সচিবের চাঞ্চল্যকর তথ্য!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করা এবং প্রফেসর ইউনূসকে বিশ্বদরবারে নেতিবাচকভাবে উপস্থাপন করতে বিপুল অর্থ ব্যয়ে ষড়যন্ত্র চলছে, যেখানে ভারতের মিডিয়া জড়িত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে “চব্বিশের গণঅভ্যুত্থান ও দ্রোহের গ্রাফিতি” প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, “সকলকে সজাগ থাকতে হবে, যেন ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসতে না পারে।” পাশাপাশি, পতিত সরকার যাতে পুনরায় ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য গণজাগরণকে ছড়িয়ে দিতে হবে।”

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ