22 C
Dhaka
Sunday, February 23, 2025

ডিবিতে কেমন লাগছে আপা: শাওনকে প্রশ্ন সমন্বয়ক নুসরাতের

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

শাওনকে আটকের পর রাত ৯টা ৪০ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আপা, ডিবিতে কেমন লাগছে? হারুন তো নাই! আপ্যায়ণ কমই হবে। হাতে দড়ির দাগ কি থাকবে?

প্রসঙ্গত সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর মধ্যেই তাকে গ্রেপ্তারের খবর এলো।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ