24 C
Dhaka
Tuesday, November 26, 2024

টি-টেন লিগ খেলতে দেশ ছাড়তে পারবেন মাশরাফী?

গণআন্দোলনের মুখে রাজনৈতিক ক্যারিয়ার আপাতত শেষ হয়ে গেছে মাশরাফী বিন মুর্তজার। তার দলের প্রধানসহ বাকি নেতারা পলাতক। মাশরাফী আছেন ঢাকাতেই। সরকার পতনের পর তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

এরপরও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করেননি মাশরাফী। এবার মাশরাফীর বিরুদ্ধেই মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছেও হারল ব্রাজিল!৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছেও হারল ব্রাজিল!
নড়াইল-২ আসন থেকে টানা দুইবার নির্বাচিত সাংসদ মাশরাফীর জনপ্রিয়তা আকাশচুম্বী। নিজ এলাকার জন্য তিনি কাজও করেছেন প্রচুর।

রাজনৈতিক ক্যারিয়ার থমকে যেতেই তিনি ক্রিকেটে ফিরতে চেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লিগে দলও পেয়েছেন। এই সুখবর আসার একদিন পরই তার বিরুদ্ধে মামলা হলো। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, মামলার পর মাশরাফী কি দেশ ছাড়তে পারবেন?

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-১০ লিগ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আসরে ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে খেলবেন বাংলাদেশের একসময়ের এক নম্বর পেসার মাশরাফী। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাশরাফীর দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহল বলছে, বিষয়টি পুরোপুরিই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

মাশরাফীর বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে আসামীরাসহ আরও অজ্ঞাত ৪০০-৫০০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, শটগান, বন্দুক-পিস্তল, হাত বোমাসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বেআইনি জোটবদ্ধ হয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে।

ওই সময় মালিবাগ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার অভিভাবকসহ সাধারণ নিরীহ লোকজন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামীরা তাদের শটগান দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে শান্তিকামী আন্দোলনকারীদের ওপর বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ