জাল সনদে চাকরির অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার সুপার এবং ০৫ জন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রহণ করার অভিযোগে তাদের তলব করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১১ সেপ্টেম্বর সনদ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র সহ মাদ্রাসা অধিদপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এতথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার সুপার এবং ০৫ জন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রহণ করা হয়েছে মর্মে একটি অভিযোগ সূত্রোক্ত স্মারকে অনুষ্ঠিত শুনানীতে অংশগ্রহণকারীগণ অভিযোগ করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার সুপার এবং ০৫ জন শিক্ষকের সনদ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যাচাই করা প্রয়োজন।
এমতাবস্থায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার সুপার এবং ০৫ জন শিক্ষককে সনদ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র নিয়ে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থিত হয়ে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে শুনানীতে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ছয় শিক্ষক হলেন, গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার সুপার, সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন, সহকারী মৌলভী আছিয়া খাতুন, সহকারী শিক্ষক মিনারা পারভীন, সহকারী শিক্ষক হারেছা খাতুন সহকারী মৌলভী জাকারিয়া ও জুনিয়র মৌলভী রিনা পারভীন, জুনিয়র মৌলভী, গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর।