27 C
Dhaka
Tuesday, November 26, 2024

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি অবৈধ ইয়ারগান, হাঁসুয়া, বঁটি, পাসপোর্ট ও নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে রুপার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছে একটি ইয়ারগান, একটি হাঁসুয়া, একটি বড় বটি, কয়েকটি পাসপোর্ট ও ছয়টি খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

আরও পড়ুনঃ কার্নিশে ৮ ঘণ্টা ঝুলে রইলেন যুবক, সাড়া দিলেন না প্রেমিকার ডাকেও
তিনি আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা এবং মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, রুপার বিরুদ্ধে মাদক ব্যবসা, নারীদের দিয়ে দেহ ব্যবসা, একাধিক বিয়ে করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে। রুপা চুয়াডাঙ্গা মহিলা লীগের একজন নেত্রী ছিলেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ