26 C
Dhaka
Monday, April 28, 2025

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে যে পদক্ষেপ নিল সরকার

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ দিতে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে পরামর্শ দিতে বলা হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন সচিব।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।

সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। আন্দোলনরত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন থেকে স্থগিত হবে না বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ