22 C
Dhaka
Friday, November 29, 2024

চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ

চট্টগ্রাম মহানগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ