বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মনির হোসেন। এসময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনির বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। তার মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায়। তার বাবার নাম বেল্লাল হোসেন।
তিনি দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পরে বিকেল পৌনে তিনটার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, আমরা তার মৃত্যুর খবরটি অবগত হয়েছি। কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। অন্যান্য শিক্ষকদের নিয়ে হাসপাতালে দিকে রওনা হয়েছি। আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত।