22 C
Dhaka
Tuesday, February 25, 2025

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধীদের হাম*লায় হানি*ফের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পিটিআই রোডের ওই বাড়িতে শতশত ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে এসকেভেটর ব্যবহার করে বাড়ির বেশকিছু অংশ ভেঙে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার পর, তারা কদমতলা মোড়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতে হামলা চালায়। উল্লেখ্য, ওই বাড়িতে ভাড়াটিয়া অবস্থান করায় হামলাকারীরা বের হওয়ার জন্য একদিনের সময় দিয়ে রাত সাড়ে ১১টার দিকে আমলাপাড়ার দিকে চলে যায়।

এর আগে, শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ঘটনার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের তীব্রতা এবং ছাত্র জনতার ক্ষোভ প্রকাশ পায়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ