26 C
Dhaka
Sunday, April 20, 2025

এলো শাস্তির খবর, বিপিএলে নিষিদ্ধ হলেন সাকিব

বিপিএলে আগ্রাসী আচরণের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তানজিম হাসান সাকিব। পাশাপাশি পেয়েছেন চার ডিমেরিট পয়েন্ট। এর আগেও এই আগ্রাসী আচরণের জন্য শাস্তি পেতে হয়েছিল সিলেট স্ট্রাইকার্সের পেসারকে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে দলটির বিদেশি ক্রিকেটার ক্লার্কের সঙ্গে আগ্রাসী আচরণ করেন সাকিব। যে কারণে ম্যাচ শেষে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।

ম্যাচের তৃতীয় ওভারে চিটাগংয়ে খেলা গ্রাহাম ক্লার্ককে আউট করে ব্যাটারের উদ্দেশে কিছু একটা বলেন সাকিব। ঘটনাটি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচ শেষে দুই আম্পায়ার ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান। পরে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান শাস্তি হিসেবে সাকিবকে দুটি ডিমেরিট পয়েন্ট দেন।

আগ্রাসী আচরণের এর আগে চলতি বিপিএলে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। সবমিলিয়ে চারটি ডিমেরিট পয়েন্ট থাকায় পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম দুটি ম্যাচে দেখা যাবে না সাকিবকে। থাকতে হবে ডাগআউটে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ