32 C
Dhaka
Friday, April 4, 2025

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা

মধ্যপ্রাচ্যে পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছিল আরও সেনা পাঠানোর। শুধু তাই নয় অস্ত্র সরবরাহ ছাড়াও বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে মধ্যপ্রাচ্যের জলসীমায়। এত কিছুর পরও ইসরায়েলে মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এবার জানা গেল, বন্ধুকে বাঁচাতে গিয়ে মার্কিন সেনারাও পড়েছে বিপাকে। মঙ্গলবার (০১ অক্টোবর) তাদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। বার্তা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৩টি রকেট ছোড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। একটি ইরাকের কাউন্টার টেরোরিজম ফোর্সের ব্যবহৃত ভবনের সামনে গিয়ে পড়ে। অবশ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইরান ও তার প্রক্সিদের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীও হামলার শিকার হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এবার রকেট হামলার টার্গেট হলো মার্কিন বাহিনী।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ