এবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আম গাছ থেকে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছে ফাঁস নেয়া অবস্থায় ভবঘুরে এক ব্যক্তির লাশের সন্ধান পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে, প্রায় একই সময়ে বরিশাল থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে ৩০০ গজ দূরে লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে যদি অন্য কিছু পাওয়া যায়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, নিহত জান্নাতুল ফেরদৌস (১৪) ওই ওয়ার্ডের দেলোয়ার হোসেনের মেয়ে। সে আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জান্নাতুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘জান্নাতুল প্রতিদিন সন্ধ্যার পর পাশের বাড়িতে টিভি দেখতে যায়। সন্ধ্যার পর ঘরে না আসায় ভেবেছি, টিভি দেখতে গেছে। গভীর রাত পর্যন্ত না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি।’