26 C
Dhaka
Saturday, November 23, 2024

উপদেষ্টা ফারুকীকে জয়ের অভিনন্দন, বিতর্কে যুক্ত করেছে নতুন মাত্রা

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যেই শপথ নিয়েছেন তারা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত হচ্ছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ফলশ্রুতিতে অনেকেই বিভিন্ন মাধ্যমে ফারুকীকে জানিয়েছে শুভকামনা।

গত রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন ফারুকী। উক্ত অনুষ্ঠানে তার সঙ্গী হয়েছিলেন স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর এমন গৌরবময় মূহুর্তের ভিডিও প্রকাশ করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ফারুকীকে প্রথম অভিনন্দনবার্তা পাঠিয়েছেন বিতর্কিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ফারুকী শপথ গ্রহণের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানান জয়। সেখানে তিনি লেখেন, ‘অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।’

তবে জয়ের ঐ পোস্টকে ভালোভাবে নেয়নি নেটিজেনরা। বিভিন্ন সময়ে আওয়ামীলীগের তাঁবেদারি করতে দেখা যেত জয়কে,তাই বেশ কটাক্ষের শিকার হয়েছেন পোস্ট দিয়ে। অন্যদিকে নির্মাতা ফারুকীর স্ত্রী তিশা শেখ মুজিবের স্ত্রী’র চরিত্রে অভিনয় করায় রাজধানীতে চলছে ব্যাপক আন্দোলন। সেখানে জয়ের এমন পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে।

উল্লেখ্য, নতুন করে ৩ জন উপদেষ্টা শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ