কুষ্টিয়ায় জুমআর নামাজের বয়ানে ইসকনবিরোধী কথা বলার কারণে চাকরি হারান কুষ্টিয়া কুমারখালীর সোন্দাহ বাইতুল হামদ জামে মাসজিদে ইমাম ও খতিব মাওলানা মিনহাজুল আদনান। পরে মুসল্লিদের চাপে ওই ইমামকে চাকরিতে পুনঃবহাল করা হয়েছে। পাশাপাশি ওই মসজিদ কমিটিই বাতিল করে দিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
রবিবার (১ ডিসেম্বর) কুষ্টিয়া কুমারখালীর সোন্দাহ বাইতুল হামদ জামে মাসজিদে এ ঘটনা ঘটে।
এর আগে, ২৯ নভেম্বর শুক্রবার জুমআর খুতবায় ইসকনসহ দ্বীন ও দেশবিরোধী নানাবিধ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
এর প্রেক্ষিতে আজ রবিবার ফজরের নামাজ শেষে মসজিদ কমিটির সদস্যরা মিনহাজুল আদনানকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন।
এনিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরে সেই মসজিদ কমিটিই বাতিল করে দিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ওই ইমামকে স্বপদে বহাল রাখা হয়েছে।