28 C
Dhaka
Tuesday, February 25, 2025

আহত সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

গতকাল রাতে যখন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙ্গতে ছিল ছাত্র-জনতা। তখন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ছিলেন সারজিস আলম। হাসপাতালে থাকলেও ধানমন্ডি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এর আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এদিকে চিকিৎসা নিয়ে খানিকটা সুস্থবোধ করেই এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!

তার সেই স্ট্যাটাসে অনেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা টেনে এনেছেন।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ