24.5 C
Dhaka
Friday, March 28, 2025

আসিফ নজরুলের উপর সোহানা সাবার নজর দেওয়া বারণ

অভিনেত্রী সোহানা সাবা এবং প্রযোজক, নির্মাতা, অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক। যা তাদের বাস্তবজীবন কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে স্পষ্ট।

তবে এবার সোহানা সাবাকে হুঁশিয়ার করেছেন অভিনেত্রী শাওন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের পুরনো কিছু স্ট্যাটাস নতুন করে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে এখন।

উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসগুলোয় কখনো বিগত সরকারের সমালোচনা, আবার কখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রের অসংগতি নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। আর সেসবেরই একটি স্ট্যাটাস নিজের টাইমলাইনে শেয়ার করেছেন অভিনেত্রী সোহানা সাবা।

স্ট্যাটাস শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’ আর তার এই পোস্ট নজর এড়ায়নি নেটিজেন কিংবা বন্ধু অভিনেত্রী শাওনের।

শাওন তাতে মন্তব্য করে হুঁশিয়ার করেছেন সোহানা সাবাকে। তাকে উদ্দেশ্য করে অভিনেত্রী শাওন লিখেছেন, ‘আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার।’ এ মন্তব্যে অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন সোহানা সাবা। লিখেছেন, ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র।’

সোশ্যাল মিডিয়ায় তাদের এই পোস্ট দেখে নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অবশ্য বুঝতে পেরেছেন, তারা দুইজনই কেবল মজার ছলে এসব মন্তব্য করেছেন। আর তাদের এই হাস্যরসাত্মক মন্তব্য নেটিজেনরাও বেশ উপভোগ করছেন।

উল্লেখ্য, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আর লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদের স্বামী হচ্ছে ড. আসিফ নজরুল। সেদিক থেকে সম্পর্কে অভিনেত্রী শাওনের মেয়ের জামাই হন তিনি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ