23 C
Dhaka
Tuesday, February 25, 2025

আসিফ নজরুলের আবেগঘন পোস্ট

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি যে ১৫ বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে নিজের লেখা উপন্যাস ‘আমি আবু বকর’ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‌আমি মাঝেমাঝে মন খারাপ করে আমার স্ত্রীকে বলি, আমার কি কোনোদিন এই জীবন আসবে যে, কিছু করতে হবে না আমার। কোনো চিন্তা করতে হবে না আমার। আমি শুধু ঘুমাব আর লিখব। তো আমার স্ত্রী বলছে অবশ্যই আসবে। বলছে, আমি কফির দোকান দেব তুমি শুধু লিখবা আর লিখবা।

তিনি বলেন, আমার লেখালেখির মাঝখানে প্রায় ১৫ বছর গ্যাপ ছিল। আমি যে ১৫ বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম, ধন্যবাদ।

আওয়ামী লীগের রাজনীতিকে ঘৃণা করতেন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে আমরা যে নারকীয় শাসন সহ্য করেছি, এটার পেছনে আমাদের কালেক্টিভ কাপুরুষতা ছিল।

জানি না, আমরা কি পাপ করেছিলাম যে, দেশে শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম। তিনি আমাদের সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছেন। ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করার আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ঘৃণা করতাম। সেটা আমরা এখনও করে চলেছি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ