32 C
Dhaka
Tuesday, March 18, 2025

আর কোনদিন জাতীয়করণের দাবি জানাতে পারবেন না শিক্ষক আল আমীন

জেলার মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবির মানববন্ধন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষনের নাম আল আমিন খান (৪৫)।

তিনি উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণিখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে ও শেখ রাসেল মুজিব স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শরণখোলাগামী ইমা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানে থাকা মো. আলামীন খান (৪৫) নামের এক শিক্ষক নিহত হন।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এ কর্মসূচি শেষে ফেরার পথে ইমা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলামীনের মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ভ্যানগাড়িকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ